ডামি নির্বাচন কোথাও গ্রহণযোগ্যতা পাবে না: গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদ আজ মঙ্গলবার দুপুরে নাইটিংগেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকের মোড় পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করেছবি: গণ অধিকার পরিষদের সৌজন্যে

গণ অধিকার পরিষদের একাংশের (নুরুল–রাশেদ) নেতারা বলেছেন, আওয়ামী লীগের ‘আমি ও ডামি’ নির্বাচনে জনগণ অংশ নেবে না এবং দেশে–বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পাবে না।

আজ মঙ্গলবার দুপুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে দলটি নাইটিংগেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকের মোড় পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালন করে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ‘আমি ও ডামি’র নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জনগণকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে, এনআইডি কার্ড ও ভাতা সুবিধা বাতিলের হুমকি দিচ্ছে। বিরোধী দলবিহীন ডামি নির্বাচন দেশ-বিদেশের কোথাও গ্রহণযোগ্যতা পাবে না।

ইতিমধ্যে বিভিন্ন দেশে একতরফা নির্বাচন হওয়ায় সেখানকার শতাধিক সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা এসেছে উল্লেখ করে রাশেদ খান বলেন, বাংলাদেশেও তা হতে পারে। মার্কিন সরকার কর্তৃক অর্থনৈতিক, বাণিজ্যিক ও পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা এলে তার মূল ভুক্তভোগী হবে দেশের জনগণ। তিনি একতরফা নির্বাচন থেকে সরে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানান।

দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, নোবেল বিজয়ী ড. ইউনূসকে সরকার ব্যক্তিগত আক্রোশ থেকে সাজা দিয়েছে। এতে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, শাকিল উজ্জামান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।