গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে জাসদের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পুরানা পল্টন ও প্রেসক্লাব এলাকায় মিছিল করে দলটি।

বিক্ষোভ মিছিল শুরুর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরায়েলি দখলদারত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলিদের বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ বলে মনে করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন জাসদের সহসভাপতি সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, তথ্য গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ নেতা হুমায়ুন সরদার, জাকির হোসেন প্রমুখ।