বিএনপি জোট রাজনীতিকে গৌণ মনে করছে: কল্যাণ পার্টি

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
ফাইল ছবি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বিএনপি জোট রাজনীতিকে গৌণ মনে করছে। ২০-দলীয় জোটকে তারা গৌণ দৃষ্টিতে দেখছে, মুখ্য দৃষ্টিতে নয়। জোটের প্রধান শরিক বিএনপি এখন বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তাঁর সঙ্গে কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস, নবনির্বাচিত মহাসচিব আবদুল আউয়াল মামুন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি সাজিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মামুন জোয়ারদার উপস্থিত ছিলেন।

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘২০–দলীয় জোট আছে বললেও সত্য, আবার নেই বললেও সত্য। বাংলাদেশে জোট রাজনীতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপি প্রধান শরিক হিসেবে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যে, জোটের প্রধান শরিক হিসেবে থাকবে না, তাহলে ভিন্ন পরিস্থিতিতে কল্যাণ পার্টি কী করবে, তা এখন বলা যাচ্ছে না।’

নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের দাবি জানিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা হবে অসমান মাঠে নির্বাচন। যেখানে অন্য দলের জিতে আসা কঠিন হয়ে পড়বে। তাই জনগণ যদি রাজপথ কাঁপাতে পারে, তাহলে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসতে পারে।