বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ শুরু

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্রের’ সমাবেশে নেতাকর্মীরাছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর ঢাকায় আওয়ামী লীগের প্রথম সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার বেলা ৩টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ শুরু হয়। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ‘শান্তি ও গণতন্ত্রের’ এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, ‘আওয়ামী লীগের দুর্ভাগ্য, সারা জীবন সংগ্রাম করতে হচ্ছে গণতন্ত্রের জন্য। বিএনপির গণতন্ত্র পছন্দ নয়। শেখ হাসিনার সঙ্গে আমরা সবাই আছি। নারীরা প্রমাণ করেছেন, তাঁরা শেখ হাসিনার সঙ্গে আছেন।’

মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ভোট দিয়ে জনগণ শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন। তাই জনগণকে ধন্যবাদ। যাঁরা কালো পতাকা মিছিল করছেন, একদিন তাঁরা হাতে হারিকেন নিয়ে ফিরে যাবেন।

মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার বলেন, ‘আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা বলেন, ‘সবাইকে বিজয়ের শুভেচ্ছা। দলীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে।’

যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার বলেন, বিএনপি-জামায়াত এই নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।