নির্বাচনটা ভাগাভাগি হয়ে গেছে: জাকের পার্টির চেয়ারম্যানের প্রেসসচিব
নির্বাচন ভাগাভাগি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাকের পার্টির চেয়ারম্যানের প্রেসসচিব কাজী মো. রাশেদুল হাসান।
আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন রাশেদুল হাসান।
রাশেদুল হাসান ঢাকা-১৭ আসনে জাকের পার্টির প্রার্থী হয়েছিলেন। আজ বেলা দেড়টার দিকে তিনিসহ জাকের পার্টির আরও তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি দুজন হলেন ঢাকা-১৮ আসনের শরীফ হোসেন ও ঢাকা-৬ আসনের তরিকুল ইসলাম।
এর আগে আজ সকালে জাকের পার্টির ১০ জন ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে প্রার্থিতা প্রত্যাহার করেন।
দুপুরে প্রার্থিতা প্রত্যাহার করে জাকের পার্টির রাশেদুল হাসান সাংবাদিকদের বলেন, তাঁর দল ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। বিভিন্ন কারণে কিছু প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। ২১৮ জনের প্রার্থিতা বৈধ হয়েছিল। তাঁরা ভেবেছিলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল, নির্বাচনটা ভাগাভাগি হয়ে গেছে।
রাশেদুল হাসান বলেন, গতকাল দেখা গেল, জাকের পার্টির জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ নষ্ট হয়ে গেছে। এ কারণে তিনি তাঁর দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জাকের পার্টির বেশির ভাগের প্রার্থিতা ইতিমধ্যে প্রত্যাহার হয়ে গেছে। কয়েকটি আসনে জাকের পার্টির প্রার্থী থাকবেন কি না, তা দলের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানে।