ঢাকার ৭ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

রাজধানী ঢাকায় থানা পর্যায়ে কমিটি গঠন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথম ধাপে ঢাকার সাতটি থানায় আহ্বায়ক কমিটি গঠন করেছে তারা। এগুলো হলো মিরপুর মডেল থানা, রূপনগর থানা, কাফরুল থানা, ভাষানটেক থানা, শাহ আলী থানা, দারুসসালাম থানা ও পল্লবী থানা।

গতকাল বৃহস্পতিবার রাতে ছয় মাসের জন্য এসব কমিটি অনুমোদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি প্রকাশ করা হয়।

ঢাকা মহানগরের মিরপুর মডেল থানায় ১৬৮, রূপনগর থানায় ১৬৬, কাফরুল থানায় ১২১, ভাষানটেক থানায় ১৪৪, শাহ আলী থানায় ১২৭, দারুসসালাম থানায় ১৫৫ ও পল্লবী থানায় ২৩৪ সদস্যের কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মিরপুর মডেল থানা কমিটি

মিরপুর মডেল থানা কমিটিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ আল জাওয়াদ খানকে আহ্বায়ক, ঢাকা কমার্স কলেজের কাউসার আহমেদকে সদস্যসচিব, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ফারহান ইশরাক জায়েদকে মুখ্য সংগঠক ও ঢাকা কমার্স কলেজের এ টি এম যুবায়েরকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ১০ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ১২৮ জনকে সদস্য করা হয়েছে।

রূপনগর থানা কমিটি

রূপনগর থানা কমিটিতে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী তাহমিনা শারমিনকে আহ্বায়ক, আহছানিয়া মিশন কলেজের অরূপ চক্রবর্তীকে সদস্যসচিব, শাহ্ আলী মাদ্রাসার রিয়াদ হাসানকে মুখ্য সংগঠক ও ঢাকা কমার্স কলেজের কাজি আশরাফিকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্যসচিব, ১২ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ১১৮ জনকে সদস্য করা হয়েছে।

কাফরুল থানা কমিটি

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী ঐশী আলমকে কাফরুল থানা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিতে সরকারি বঙ্গবন্ধু কলেজের মো. রিফাত হোসেনকে সদস্যসচিব, ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মো. রাব্বি মিয়াকে মুখ্য সংগঠক ও সারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জেনিফার জুঁইকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ১০ জনকে সংগঠক, ১ জনকে সহমুখপাত্র ও ৮৫ জনকে সদস্য করা হয়েছে।

ভাষানটেক থানা কমিটি

ভাষানটেক থানা কমিটিতে  আহ্বায়ক করা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থী রাফিন আজমাইনকে। এ ছাড়া ইউসেপ বাংলাদেশের নাজমুল হোসেন, ইউনিভার্সিটি অব স্কলার্সের মো. হাসিবকে মুখ্য সংগঠক ও ঢাকা কমার্স কলেজের মৌ জাহানকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ৯ জনকে যুগ্ম সদস্যসচিব, ৮ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।

শাহ আলী থানা কমিটি

ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী মো. রফিকুল ইসলামকে শাহ আলী থানা কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিতে আইইউবিটির মো. পারভেজকে সদস্যসচিব, ঢাকা কমার্স কলেজের মো. সামুরাকে মুখ্য সংগঠক ও মিরপুর কলেজের সোহাগ মিজিকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ৮ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ৮ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ৯৮ জনকে সদস্য করা হয়েছে।

দারুসসালাম থানা কমিটি

দারুসসালাম থানা কমিটির আহ্বায়ক করা হয়েছে জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরিয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মাদ মিজানুর রহমান। এই কমিটিতে ঢাকা কমার্স কলেজের মো. রাহাদুল ইসলামকে সদস্যসচিব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মো. ফারহান তানভীরকে মুখ্য সংগঠক ও বঙ্গবন্ধু সরকারি কলেজের বিপাশাকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, ১০ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ১১৯ জনকে সদস্য করা হয়েছে।

পল্লবী থানা কমিটি

পল্লবী থানা কমিটিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শেখ তারেক জামিল তাজকে আহ্বায়ক, অ্যারোনটিক্যাল কলেজ অব বাংলাদেশের আশরাফ পারভেজকে সদস্যসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহসীনা বিনতে ইদ্রিসকে মুখ্য সংগঠক ও শান্ত–মারিয়ম ইউনিভার্সিটির তানভীর আহমেদকে মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, ১১ জনকে সংগঠক, ২ জনকে সহমুখপাত্র ও ১৯৮ জনকে সদস্য করা হয়েছে।

এ নিয়ে দেশের ২৪টি জেলা, ৩টি মহানগর, ৭টি থানা, ২টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ ও একটি পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি গঠন করেছে। সব কমিটি মিলিয়ে সারা দেশে এখন পর্যন্ত তাদের মোট নেতার সংখ্যা ৬ হাজার ১৯৬ জন।

জাতীয় নাগরিক কমিটি

সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটিও আরও দুটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১২৮ সদস্যের এবং খুলনার সোনাডাঙ্গা থানায় ১৬০ সদস্যের কমিটি অনুমোদন করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ৩ হাজার ৮১৩ জন আর ঢাকার বাইরে ১৭ হাজার ৩৭৬ জন। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে তাদের মোট প্রতিনিধি এখন ২১ হাজার ১৮৯ জন।