ছাত্রলীগের মতো সংগঠনকে ‘না’ বলুন: ইডেন কলেজ ছাত্রদল

ইডেন মহিলা কলেজের সাধারণ ছাত্রীদের জন্য নিরাপদ কলেজ ক্যাম্পাস ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে ছাত্রলীগের মতো ‘সন্ত্রাসী’ সংগঠনকে ‘না’ বলার আহ্বান জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল। ক্যাম্পাসকে ‘কলঙ্কমুক্ত’ করার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছেন ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার ও সদস্যসচিব সানজিদা ইয়াসমিন। ছাত্রলীগের অন্তর্কোন্দলে গত দুই দিন উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অম্তত ১০ জন আহত হন। এ ঘটনায় গতকাল রোববার রাতে ইডেন কলেজ কমিটি স্থগিত ও ১৬ নেত্রীকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের কারণে ইডেন কলেজে অস্থিরতার প্রতিক্রিয়ায় কলেজ শাখা ছাত্রদল বলেছে, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষাপটে কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অকপটে যে তথ্য উত্থাপন করেছেন, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাধারণ ছাত্রীরা নিরাপদ নন। সাধারণ ছাত্রীদের নিয়মিত উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময়ও ছাত্রলীগের ‘ক্যাডারেরা’ তাঁদের ছবি তুলে রাখে ও পরে কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়। এসব প্রস্তাবে রাজি না হলে তারা সাধারণ ছাত্রীদের ভয় দেখিয়ে হুমকি দেয় ও অত্যাচার করে। সামিয়া তাঁদের দুই নেত্রীর (সভাপতি তামান্না জেসমিন ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা) যেসব ‘বিজনেসের’ কথা উল্লেখ করেছেন, তা মুখে আনতেও ছাত্রদল বিব্রতকর ও অরুচিশীল মনে করে।

ছাত্রলীগের নেত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের কলেজ প্রশাসনের চাইতেও বেশি প্রভাবশালী মনে করেন বলে মন্তব্য করেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই নেত্রী। তাঁরা বলেন, ‘ছাত্রলীগের নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টির কারণে যেসব তথ্য পাওয়া গেছে, তা ইডেন মহিলা কলেজের মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ছাত্রদল তাদের (ছাত্রলীগ) এই অবৈধ ও বেহায়াপনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইডেন কলেজ প্রশাসনসহ সব সুনাগরিকের সুদৃষ্টি আকর্ষণ করছি, কলেজের সাধারণ ছাত্রীদের জন্য নিরাপদ কলেজ ক্যাম্পাস ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনের অবৈধ ব্যবসায়ীদের না বলুন। ছাত্রলীগ তাদের অনৈতিক, বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্যই ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ক্যাম্পাসের বাইরে রাখতে চায়।’

আরও পড়ুন

ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠনের রাজনৈতিক সহাবস্থানের মাধ্যমে সাধারণ ছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের ‘আসল চেহারা’ উন্মোচিত করে কলেজ ক্যাম্পাসকে ‘কলঙ্কমুক্ত’ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার ও সদস্যসচিব সানজিদা ইয়াসমিন।