রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে এবি পার্টির প্রতীকী অনশন
রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় ৭১ চত্বরে তাঁরা এই অনশন করেন। আগামী বুধ ও বৃহস্পতিবারও একই কর্মসূচি থাকবে বলেও জানান এবি পার্টির নেতারা।
প্রতীকী অনশনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার জন্য আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেন তিনি।
মজিবুর রহমান বলেন, ২৮ অক্টোবর ঘটনা ঘটেছে কাকরাইলে, অথচ সারা দেশে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওই সময় মঞ্চে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী—তাঁদেরও হত্যা মামলার আসামি করা হয়েছে। হাজার হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতের অন্ধকারে ঘরে ঘরে অভিযান চালিয়ে ডিবি মানুষ গ্রেপ্তার করছে। শুধু তা–ই নয়, তারা মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে পুলিশ গ্রেপ্তার–বাণিজ্য শুরু করেছে।
আওয়ামী লীগ আবারও ‘প্রহসনের’ নির্বাচন করার চেষ্টা করলে তাদের জন্য কঠিন পরাজয় অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন মজিবুর রহমান।
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, খুন, মামলা ও হামলা দিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, ‘আমরা আজকে গণগ্রেপ্তারের জন্য প্রস্তুত। আপনার সাহস থাকলে আমাদের সবাইকে গ্রেপ্তার করেন। দেখবেন, তারপর আবার নতুন করে লাখ লাখ মানুষ মিছিল করবে, লড়াই করবে।’
প্রতীকী অনশনে সভাপতিত্ব করেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক। সংগঠনটির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির প্রমুখ।