প্রস্তাবিত বাজেট ‘লুটেরা সরকারের প্রতিচ্ছবি’: মান্না

মাহমুদুর রহমান মান্নাফাইল ছবি

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটেরা সরকারের প্রতিচ্ছবি’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান এ কথা বলেন।

মান্নার দাবি, এই বাজেটে সরকারের অলিগার্কদের লুটপাট, দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা, সেখানে মেগা প্রকল্পে বড় অঙ্কের খরচের পরিকল্পনা করা হচ্ছে। যার বড় অংশই চলে যাবে সরকারের মদদপুষ্ট লুটেরাদের পকেটে, আর বোঝা বাড়বে জনগণের ওপর।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে, যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ। বাজেটে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্য।