পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: ফাইল ছবি

পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কারামুক্ত নেতা-কর্মীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, এবার আমরা বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব।’ তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব, এ রকম কথা বলতে একটুও লজ্জা করল না? পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ংকরতম সাম্প্রদায়িক শক্তি এখন পাশের দেশের রাষ্ট্র পরিচালনা করছে।...একমাত্র তারা (ভারত) আপনাদের (সরকার) সমর্থন জানিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘তাদের (ভারত) একজন কূটনীতিক বলেছেন যে ইন্ডিয়ার চাপে...ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন, পালিয়ে গেছেন। এ রকম একটা শব্দ ব্যবহার করেছেন। এত বড় সাম্প্রদায়িক শক্তি—যারা ভারতের রাষ্ট্রক্ষমতায়, তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব। আর আপনারা এখন বলছেন, সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনারা দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি, আপনারা শুধু পাশের দেশকে খুশি করার জন্যই কথা বলেন। এ জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন দেন না, এ জন্য মতপ্রকাশের স্বাধীনতা দেন না, এ জন্য জনগণের সব নাগরিক অধিকার আপনারা কুক্ষিগত করেছেন।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘আজ দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবকিছু আপনাদের (আওয়ামী লীগ) হাতের মুঠোয়। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। শুধু বিএনপি নয়, সব গণতন্ত্রকামী জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধু পাশের দেশের সহায়তা নিয়ে।’

‘ইসরায়েলের সঙ্গে তলেতলে সম্পর্ক’

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, ইসরায়েলের নির্বিচার হামলার কথা বলে এই সরকার খুব মায়াকান্না করছে। তিনি দাবি করেন, আসলে ইসরায়েলের সঙ্গে এই সরকারের তলেতলে সম্পর্ক রয়েছে।

এ প্রসঙ্গে রিজভী ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ইসরায়েলি বিমান অবতরণের রহস্য কী, সে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা অনেক কথাই শুনি। বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ (রেকর্ড) করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। আর মায়াকান্না দেখাচ্ছেন (ফিলিস্তিনিদের জন্য)...এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা।’ তিনি বলেন, ‘(সরকার) মুখে বলছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তলেতলে ঠিকই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আলাউদ্দিন সরকার, এ বি এম আবদুর রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, মো. ইউসুফ বক্তব্য দেন।