ড. ইউনূসকে নিয়ে সরকারের তৎপরতার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ওপর সরকারের ‘ষড়যন্ত্র’ বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া)। শুক্রবার সন্ধ্যায় মিছিলটি পুরানা পল্টনের কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসানের নেতৃত্বে এ মিছিল হয়।

মিছিলের আগে গণ অধিকার পরিষদের সাধারণ সভায় রেজা কিবরিয়া বলেন, ‘এ সরকার এখন গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই এ সরকার ড. ইউনূসের বিরুদ্ধে একটি নোংরা খেলায় মেতে উঠে বিচার দ্রুত এগিয়ে নিচ্ছে এবং ষড়যন্ত্র করছে। এবার তারা ডক্টর ইউনূসসহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে।’

রেজা কিবরিয়া বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর গণতান্ত্রিক বিশ্বের বন্ধুরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ও তাঁর বন্ধুরা এ কারণে তাঁর ওপর রুষ্ট। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার জন্য ইউনূস ও তাঁর বন্ধুরা যে উদ্যোগ নিয়েছেন, সেগুলো বাধাগ্রস্ত করার লক্ষ্যেই সরকার বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ডক্টর ইউনূস নিয়ে খেলা হলো আগুন নিয়ে খেলা। এ খেলা বন্ধ করুন, অন্যথায় আপনারা পুড়ে ছারখার হয়ে যাবেন।’

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকে এ সরকার চীন, রাশিয়া ও ভারতের বামপন্থীদের আশকারায় নিপীড়ন করেই যাচ্ছে। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েও সরকারের মিথ্যা মামলার হয়রানিতে আজ শান্তিতে নেই। তাঁর বিরুদ্ধে আমরা এই দেশি-বিদেশি ষড়যন্ত্র মেনে নেব না।’

মিছিলে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য এম শফি মাহমুদ, কেন্দ্রীয় নেতা শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান, জিসান মহসিন, সাদ্দাম হোসেন, জাকারিয়া পলাশ, আরিফুর রহমানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।