বিরোধী নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরফাইল ছবি

দেশের জনগণসহ বিরোধী দল ও মতের নেতা-কর্মীদের ওপর সরকার অত্যাচার-নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার বিশ্বের সব স্বৈরাচারী শাসককে টেক্কা দিয়ে দেশে-বিদেশে নিন্দিত ও সমালোচিত হলেও কোনো কিছুকেই তোয়াক্কা করছে না।’

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে কারাফটক থেকে আবার আটক এবং খুলনা জেলা বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুল পৃথক বিবৃতিতে এসব কথা বলেন। আজ বুধবার রাতে মির্জা ফখরুল পৃথক দুটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে সব মামলায় জামিন পাওয়ার পরও সাইফুল আলমকে বারবার কারাফটক থেকে নতুন নতুন বানোয়াট মামলায় আটকের নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রহসনমূলক’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী ‘ফ্যাসিস্ট’ শাসকগোষ্ঠী পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। জামিন পাওয়ার পরও সাইফুল আলমের মতো হাজারো নেতা-কর্মীকে কারাফটক থেকে নিত্যনতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসানসহ ৩০ নেতা-কর্মীকে একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ফখরুল ইসলাম অভিযোগ করেন, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপিসহ বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে। মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে। বিবৃতিতে তিনি মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।