বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না: সিপিবি

কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে সভার আয়োজন করে সিপিবি
ছবি: সংগৃহীত

বিদেশি শক্তির ওপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। না হলে মানুষের মুক্তি অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

আজ সোমবার বিকেলে রাজধানীর সিপিবি কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেছেন। কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম প্রয়াণ দিবস উপলক্ষে এই সভার আয়োজন করে সিপিবি।

সভায় সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম দেশের বর্তমান সংকটের জন্য শাসকগোষ্ঠীর রাজনীতিকে দায়ী করেন।

দেশে ‘দুঃশাসন’ চলছে অভিযোগ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, এর অবসানের জন্য সংগ্রাম জোরদার করতে হবে। শুধু ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির নীতিহীনতা মানুষকে রাজনীতিবিমুখ করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মোহাম্মদ ফরহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য পরেশ কর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কাবেরী গায়েন। সভা পরিচালনা করেন সিপিবির সম্পাদক আনোয়ার হোসেন।