‘ছাত্রলীগ’ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে: ঢাবি ছাত্রদল

ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘সন্ত্রাসী কার্যকলাপ, ছাত্রী নিপীড়ন, ছিনতাই ও চাঁদাবাজির’ ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ছাত্রদল বলেছে, নানা অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। এ মন্তব্য করে ‘দেউলিয়া সংগঠন’ ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ প্রতিটি অপকর্মের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডাররা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করছে।

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অচিরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করে ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ প্রতিটি অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ছাত্রদল অভিযোগ করেছে, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়নসহ দেহব্যবসার অভিযোগ, বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের ওপর নির্যাতন, ছিনতাই-চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশজুড়ে ছাত্রলীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদল।

আরও পড়ুন

দেশের বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন ছাত্রদল নেতারা। বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, নির্বিঘ্নে নিজেদের অপকর্ম করে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে বিরোধী মতের ছাত্রসংগঠনগুলো যাতে প্রতিবাদ করতে না পারে, সে কারণে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখার অপচেষ্টা চলছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সন্ত্রাসীদের রুখে দিয়ে তাঁদের পাশে থাকবেন।

আরও পড়ুন

ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অচিরেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করে দেউলিয়া সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন
আরও পড়ুন