একতরফা নির্বাচন দেশকে গভীর সংকটে ঠেলে দেবে

সকাল-সন্ধ্যা সারা দেশে হরতাল করেছে গণতন্ত্র মঞ্চ। অর্ধবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

তফসিল প্রত্যাখ্যান করে ডাকা হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল
ছবি: সংগৃহীত

তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল–সন্ধ্যা সারা দেশে হরতাল করেছে গণতন্ত্র মঞ্চ। একই কারণে গতকাল দেশব্যাপী অর্ধবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বাম জোটের নেতারা বলেন, একতরফা আরেকটি নির্বাচন দেশকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেবে।

নির্বাচন কমিশন গত বুধবার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে ওই দিনই হরতালের ডাক দিয়েছিল গণতন্ত্র মঞ্চ ও বাম জোট।

গতকাল হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। তাদের মিছিলটি হয় দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড, বিজয়নগর, পল্টন মোড় ও প্রেসক্লাব এলাকায়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।

তফসিল প্রত্যাখ্যান করে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, গণদাবির বিপক্ষে গিয়ে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।

এ ছাড়া সারা দেশে আগামী রবি ও সোমবার সর্বাত্মক হরতালের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

হামলা, বাধার অভিযোগ

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা। গতকাল সিলেট নগরের জিন্দাবাজার এলাকায়
ছবি: আনিস মাহমুদ

বাম গণতান্ত্রিক জোটের নেতা–কর্মীরা গতকাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করেছেন। এই কর্মসূচি পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের হামলার শিকার ও বাধার মুখে পড়েন এই জোটের নেতা–কর্মীরা।

গতকাল ঢাকার পল্টন মোড়, দৈনিক বাংলা, বিজয়নগর, গুলিস্তান, প্রেসক্লাব এলাকায় মিছিল ও পিকেটিং করেন বাম জোটের নেতা–কর্মীরা।

হরতালসহ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলা এবং একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বাম জোট।

বাম জোটের এই কর্মসূচিতে মাঠে ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।

বাম জোটের অভিযোগ, নারায়ণগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় তাদের ২০ জনের মতো নেতা–কর্মী আহত হয়েছেন। এ ছাড়া হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে বাসদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবদুল কুদ্দুস গ্রেপ্তার হয়েছেন।

বাম জোটের হরতালে হামলা ও বাধা দেওয়ার নিন্দা জানিয়েছে সিপিবি।