আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে যোজন যোজন দূরে: নুরুল হক

আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গণ অধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে যোজন যোজন দূরে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। স্বাধীনতার ৫১ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

নুরুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বলে দাবিকারী আওয়ামী লীগ টানা ১৩ বছর সরকারের ক্ষমতায় থাকলেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করতে পারেনি। বরং তারা অনেক অমুক্তিযোদ্ধাকেও তালিকায় ঢুকিয়েছে, যা প্রমাণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে যোজন যোজন দূরে।’

গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক আবু হানিফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল এসব কথা বলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নুরুল হক বলেন, ‘যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এ দেশের কৃষক-শ্রমিক, সাধারণ মানুষ জীবন দিয়েছেন, তা আজও বাস্তবায়ন করা হয়নি। আজও আমাদের ভোটের জন্য, বাক্‌স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে।’

‘গুম-হত্যা’ প্রসঙ্গে নুরুল হক আরও বলেন, ‘একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের অন্ধকারে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে এসে নির্যাতন করেছে, হত্যা করেছে। আর আজ স্বাধীন দেশে ভিন্নমতের রাজনীতি করার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আসছে, হুমকি দিচ্ছে, গুম-হত্যা করছে, যা পাকিস্তানিদের বর্বরতাকেও হার মানিয়েছে। আর শহীদদের আত্মা চিৎকার করে বলছে—এই বাংলাদেশ দেখার জন্য আমরা জীবন দিইনি।’