চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন হেফাজত আমির

ছাড়পত্র পাওয়ার আগে হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির
ছবি: সংগৃহীত

অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

হেফাজতে ইসলামের আমিরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও কয়েক দিন ঢাকায় থাকবেন। শরীরের অবস্থা বুঝে এরপর বাড়ি ফিরবেন তিনি।

আরও পড়ুন

১০ অক্টোবর মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর পিত্তথলিতে অস্ত্রোপচার করা হয়। তিনি হাসপাতালের চিকিৎসক ফরিদ হোসেনের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন।

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, অস্ত্রোপচার–পরবর্তী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধার্থে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী রাজধানীর বসুন্ধরায় ইসলামিক রিসার্চ সেন্টারে উঠেছেন। সেখানে তিনি কয়েক দিন থাকবেন। আমিরের পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।