মোড়ে মোড়ে প্যান্ডেল টানিয়ে আ.লীগ কর্মীদের অবস্থান
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা সড়কে প্যান্ডেল টানিয়ে চেয়ার পেতে বসেছেন। তাঁদের দাবি, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো অরাজকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করতে তাঁরা মাঠে নেমেছেন।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন আল্লাহ করিম জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবস্থান করছেন। ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর আসিফ আহমেদ নেতৃত্ব দিচ্ছেন। সেখানে ব্যানারে লেখা, বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অবরোধ তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বসে আছেন।
মোহাম্মদপুরের টাউন হলে শহীদ পার্ক কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছেন ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। সেখানে মাইকে নেতারা বক্তব্য দিচ্ছেন। নেতারা বলছেন, ‘বাসা থেকে বিদায় নিয়ে এসেছি আপনাদের নৈরাজ্য ও সন্ত্রাসবাদ প্রতিহত করার জন্য। সামনে আসেন, আমরা দেখতে চাই, আপনারা কী করতে পারেন। দেশকে অনিরাপদ রেখে বাসায় ফিরব না।’
আদাবর শম্পা সুপার মার্কেটের সামনে প্যান্ডেল টানিয়ে অবস্থান নিয়েছেন ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মাইকে গান বাজানো হচ্ছে। চেয়ারে নেতা-কর্মীরা বসে আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে।
গাবতলী বাস টার্মিনাল–সংলগ্ন এস এস ফিলিং স্টেশনের উল্টো পাশের সড়কে প্রায় ৫০ মিটার দূরত্বে ২টি প্যান্ডেল করা হয়েছে। একটি ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের, অন্যটি সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তারের। দুটিরই নাম দেওয়া হয়েছে বিজয় মঞ্চ।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান কয়েক শ নেতা-কর্মী নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্যান্ডেলে থামেন। তিনি বিভিন্ন মোড়ে, যেখানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন, সেখানে যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে যাচ্ছেন।
এস এস ফিলিং স্টেশনের বিপরীতের জমায়েতে যান সংসদ সদস্য আগা খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বিশ্বের যুদ্ধ–পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে কেউ না খেয়ে নেই। দেশের মানুষ ভালো আছে।
সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদকের অবস্থানকালে রাস্তায় মোটরসাইকেল নিয়ে প্রচুর নেতা-কর্মী অবস্থান নেন। এতে প্রায় আধা ঘণ্টার মতো ঢাকার দিকে প্রবেশপথে যানজট সৃষ্টি হয়।
মিরপুর ১১ নম্বর সেকশনের এ ব্লকেও প্যান্ডেল টানিয়ে নেতা-কর্মীদের সড়কে অবস্থান নিতে দেখা যায়।