ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু: ইনু

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে কথা বলেন হাসানুল হক
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের নিজস্ব দাবি আদায় করতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখার লড়াই জারি রাখতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্যের শত্রু, নারী শ্রমিকের শত্রু, দেশের শত্রু।

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হাসানুল হক।

বাজারদরের সঙ্গে মিলিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণার দাবি জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার শ্রমিকের অলঙ্ঘনীয় মানবাধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। শ্রমিক-কর্মচারীদের জন্য কলকারখানা ও শিল্পাঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শ্রমিক ঐক্য এবং ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনই শ্রমিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার একমাত্র পথ। রাজনৈতিক ডামাডোলে শ্রমিকের দাবি যেন হারিয়ে না যায়, তার জন্য শ্রমিকদের সজাগ থাকতে হবে।

ন্যূনতম জাতীয় মজুরির দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিরীন আখতার বলেন, উন্নয়নশীল দেশে, মধ্যম আয়ের দেশে শ্রমিকদের জন্য ২০ বা ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি খুবই সামান্য বিষয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নারী জোটের সভাপতি ও সংসদ সদস্য আফরোজা হক, জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ প্রমুখ।