ঢাবির সেই ছাত্রলীগ কর্মীদের সঙ্গে আপস করলেন ছিনতাইয়ের অভিযোগকারী যুবক

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

মোটরসাইকেলে করে যাওয়ার সময় তা থামিয়ে আরোহীকে মারধর এবং মুঠোফোন ও টাকা ছিনতাই করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হওয়া মামলায় দুই পক্ষের মধ্যে আপস হয়েছে।

আলোচনার মাধ্যমে ভুক্তভোগী যুবক তাঁর ছিনতাই হওয়া মুঠোফোন ও ১৭ হাজার টাকা ফিরে পেয়ে ওই ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছেন।

ঢাবি ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে শাহবাগ থানায় মামলা করেন প্রজিত দাস (২৮) নামের ওই যুবক। তাঁর অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের কর্মী তুষার হোসেন ও শামীমুল ইসলামের নেতৃত্বে তাঁকে মারধর ও ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গতকাল বুধবার রাতে দুই পক্ষের মধ্যে আপস হয়। আপসনামায় অভিযুক্ত কর্মীদের ও অভিযোগকারী—দুই পক্ষের সাক্ষীদের স্বাক্ষর রয়েছে।

আপসনামায় উল্লেখ করা হয়, থানায় অভিযোগের বিষয়টি আমাদের উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। পরে আমরা দুই পক্ষ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছি। তুষার ও শামীমুল মুঠোফোন এবং টাকা ফেরত দিয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে প্রজিতের কোনো অভিযোগ নেই। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো অভিযোগ করা হবে না। আপস–মীমাংসার মাধ্যমে অভিযোগটি প্রত্যাহার করা হলো।
অভিযুক্ত তুষার হোসেন ও অভিযোগকারীপক্ষের সাক্ষী মিলন খান প্রথম আলোকে আপসের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আপসের বিষয়টি আমরা জেনেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো আপসনামা হাতে পাইনি।’