নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবির পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়: নুরুল হক

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হকছবি: গণ অধিকার পরিষদের সৌজন্যে

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক বলেছেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, এটা কেউই বিশ্বাস করেন না।

আজ বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এক সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সমাবেশের আগে দলের নেতা–কর্মীরা বিজয়নগর ও আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

নুরুল হক বলেন, আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, তা কেউ বিশ্বাস করে না। সরকারের সুযোগ এসেছিল, তারা নিজেদের সততার প্রমাণ দিতে পারেনি। এ কারণে দাবি করছি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এ দাবির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সরকার সবকিছু উপেক্ষা করে এবং বিরোধী দলের ওপর অত্যাচার–নির্যাতন চালিয়ে আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন নুরুল হক।

নুরুল হক বলেন, পুলিশ–প্রশাসনকে সঙ্গে নিয়ে বিরোধী নেত–কর্মীদের বাড়িতে হামলা–ভাঙচুর, ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার এবং তাঁদের পরিবারের সদস্যদের হেনস্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা। এভাবে যদি চলে, তাহলে দেশের গন্তব্য কোথায়, এমন প্রশ্নও রাখেন তিনি।

সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, একতরফা নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে বর্তমান সরকারেরও পতন হবে বলে মনে করেন তিনি।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এ সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের। আরও ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান প্রমুখ।