‘বিশেষ দিনে দোয়ার আয়োজনও করতে পারি না’

এবি পার্টির ইফতার আয়োজনে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলামসহ গুমের শিকার ব্যক্তিদের পরিবার থেকেও কয়েকজন অংশ নেনছবি: সংগৃহীত

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’–এর সমন্বয়ক সানজিদা ইসলাম বলেছেন, প্রিয়জন গুমের শিকার হওয়ার যে কষ্ট, তাঁর শেষ নেই। কারণ, প্রিয়জন জীবিত আছে নাকি মারা গেছে, তা জানা যায় না। এ কারণে বিশেষ দিনে দোয়ার আয়োজন করা সম্ভব হয় না।

শুক্রবার রাজধানীতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ইফতার আয়োজনে ‘গুমের’ শিকার কিছু ব্যক্তির কয়েকজন স্বজন অংশ নেন। সেখানেই সানজিদা ইসলাম এসব কথা বলেন।

মায়ের ডাকের সমন্বয়ক বলেন, ‘গুমের কারণে প্রিয়জনকে হারানোর যে কষ্ট, তার যেন শেষ নেই। কারণ, আমরা আমাদের ভাই ও স্বজনদের কারও মৃত্যুর খবর পাইনি। জানাজা দিয়ে কারও লাশ দাফন করতে পারিনি। বছর শেষে বিশেষ কোনো দিনে দোয়ার আয়োজন করা বা কবর জিয়ারত করতে পারছি না। কারণ, আমরা জানি না ওনারা বেঁচে আছেন, না রাষ্ট্রীয় বাহিনীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এই অজানা আশঙ্কায় দিন কাটানোর বেদনা গুমের শিকার ব্যক্তিদের পরিবার ছাড়া অন্য কেউ বুঝবে না।’

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘দেশে গুম, খুন ও জেলে বন্দী করার মহোৎসব চলছে দেড় যুগ ধরে। আমরা এর অবসান চাই। সে জন্য দরকার সম্মিলিত লড়াই।’

এবি পার্টির ইফতারে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন প্রমুখ।