কৃত্রিমভাবে দাম বাড়ানো দুঃখজনক, অভিযান চলবে: হাছান মাহমুদ

রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ (বাঁ থেকে দ্বিতীয়)ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অতিরিক্ত মুনাফা লাভের জন্য কৃত্রিম উপায়ে দাম বাড়ান, যা অত্যন্ত দুঃখজনক। সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং এ অভিযান চলমান।

আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পণ্য মজুত করেন ও অতিরিক্ত মুনাফা লাভের জন্য কৃত্রিম উপায়ে দাম বাড়ান, যা অত্যন্ত দুঃখজনক। সারা বিশ্বে উৎসব-পার্বণে দ্রব্যমূল্য কমে আর আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা দাম বেশি রাখেন। সরকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং এ অভিযান চলমান।’

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।  তিনি বলেন, ‘সরকার যেমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, তেমনি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণ যখন মোর্চা গড়ে তুলবেন, তখন তাঁরা কোথায় যাবেন, প্রশ্ন রাখেন হাছান মাহমুদ।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর নিয়ে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী শেস্তাকভ সাক্ষাৎ
ঢাকা সফররত বেলারুশের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইয়েভগেনি শেস্তাকভ সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে ১৯৭১ সালে তৎকালীন ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের (ইউএসএসআর) অন্তর্ভুক্ত অংশ হিসেবে বেলারুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান উপমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের সঙ্গে বাংলাদেশের ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরে বেলারুশের সহযোগিতা ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগের আশা করেন মন্ত্রী। উভয় নেতা এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ভিরাক্কোডির সাক্ষাৎ
এদিন বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা ভিরাক্কোডি। সাক্ষাৎকালে উভয় দেশ বাণিজ্য, কৃষি, মৎস্য, আইসিটি, আতিথেয়তা খাত, নৌপরিবহন, সামুদ্রিক যোগাযোগ ও জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে দুই দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগ, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ও সার্ক, বিমসটেক, ইন্ডিয়ান ওশান রিমের মতো আঞ্চলিক সংস্থাগুলোতে একসঙ্গে কাজের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা স্থান পায়।