সরকারের অধীন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিরাপদ না: গণতন্ত্র মঞ্চ

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। তাদের ভাষ্য, এ সরকারের অধীন মানুষের জীবনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। ক্ষমতায় টিকে থাকতে জাতীয় নিরাপত্তাও বিকিয়ে দিতে দ্বিধা করছে না সরকার।

আজ বুধবার ‘ডামি নির্বাচনের এক মাস’ উপলক্ষে গণতন্ত্র মঞ্চের নেতারা এক বিবৃতিতে এসব কথা বলেন।

মঞ্চের নেতারা বলেন, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। এসব সীমান্তে বাংলাদেশিরা মারাত্মক নিরাপত্তাঝুঁকিতে। মানুষ বাড়িঘর ছেড়ে যাচ্ছেন। সরকার মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না।

নেতারা বলেন, ৭ জানুয়ারির পাতানো ডামি নির্বাচন দেশ পরিচালনায় সরকার ও সরকারি দলকে কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। দেশের মানুষ সরকারের নির্বাচনী ‘প্রহসন ও জবরদস্তির’ ক্ষমতাকে না বলে দিয়েছে।

দেশের মানুষের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বও এই নির্বাচনকে গ্রহণ করেনি বলে বিবৃতিতে বলা হয়। মঞ্চের নেতারা বলেন, কূটনৈতিক দেখা সাক্ষাৎ ও সৌজন্যমূলক কথাবার্তাকে  সরকারের ক্ষমতা থাকার লাইসেন্স হিসেবেও বিবেচনা করার অবকাশ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আরও দুর্বিষহ হয়েছে। মুনাফাখোর সিন্ডিকেটগুলো এখন আরও বেপরোয়া। ব্যাংকসহ আর্থিক খাতের পরিস্থিতি আরও শোচনীয়। বিশ্ববিদ্যালয় থেকে সমাজের বিভিন্ন অংশে ধর্ষক, নিপীড়ক, দুর্বৃত্ত ও দখলদারদের দৌরাত্ম্য বাড়ছে।