ভোটার তালিকা হালনাগাদে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে ইসি: ইসলামী আন্দোলন
ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাহীন থাকার কারণে তাঁদের ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ এসেছে, এটি উদ্বেগজনক।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় ইউনুছ আহমাদ এ কথা বলেন। সভায় তিনি সভাপতিত্ব করেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন ভোটারবিহীন নির্বাচনের আয়োজন করে বিতর্কিত হয়েছে। তেমনিভাবে জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত নবনিযুক্ত নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যে কার্যক্রম নিয়েছে, তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবেন, এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ, আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।