বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও অবহেলা ছিল কি না, তা চিহ্নিত করার দাবি গণসংহতির
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলা ও অব্যবস্থাপনার বিষয় ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।
আজ এক বিবৃতিতে দলটির নেতারা বলেছেন, কারও অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আজ মঙ্গলবার এই বিবৃতি দিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন।
তাঁরা বলেন, অতীতেও বিভিন্ন জায়গায় এ ধরনের অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেসব ঘটনার তদন্ত করে প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে বাজার, কারখানা কিংবা ভবনে অগ্নিকাণ্ড নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গণসংহতি আন্দোলনের নেতারা উল্লেখ করেন, বঙ্গবাজার, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটে প্রায় তিন হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান কর্মী ঈদের আগে নিঃস্ব হয়ে গেছেন।
তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।