জিয়ার মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়ার বাসভবনে দোয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াফাইল ছবি

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে বৃহস্পতিবার বাসভবনের নিচতলায় কোরআন খতম শেষে আসরের নামাজের পর দোয়া ও মোনাজাত হয়। এতে খালেদা জিয়াসহ তাঁর পরিবারের সদস্যরা অংশ নেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে জানান, দোয়া অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন। আর খালেদা জিয়া বাসভবনের দোতলা থেকে মোনাজাতে শরিক হন। এ ছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, ভাইয়ের ছেলে অভিক এস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চেয়ারপারসনের পরিবারের অন্যান্য সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা মোনাজাতে অংশ নেন।

আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। প্রতিবছর দিনটিকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি।