সরকার গঠনে প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় বাসদের ক্ষোভ
সারা দেশে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকাণ্ড ও দখলবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বাম প্রগতিশীল দলের সঙ্গে আলোচনা না করায়ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
বুধবার এক বিবৃতিতে সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে দলটি। এতে বলা হয়, দুই দিন ধরে দেশে কোনো সরকার না থাকায় সব জায়গায় অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
অবিলম্বে সব ছাত্র সংগঠন, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এ ছাড়া আরও কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো সবার মতামতের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের উত্থাপিত দাবি বাস্তবায়ন করা, নির্বাচনব্যবস্থা সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা প্রবর্তন করা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।