সরকার ভয় পেয়েছে: মির্জা ফখরুল

কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: শুভ্র কান্তি দাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন দেখে সরকার ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোলায় পুলিশের গুলিতে দুজন নিহত হওয়ার পর শুরু করা আন্দোলন সারা দেশে বেগবান হয়েছে। আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে দাবি করে তিনি অভিযোগ করেন, এতে ভীত হয়ে সরকার তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে।

জাতি এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার তাঁকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ধ্বংস করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, নিজেরা ক্ষমতায় থাকতে বর্তমান সরকার রাষ্ট্রকে ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে।

সভায় সরকারের পতনের ডাক দিয়ে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির চেয়ারম্যান আ স ম আবদুর রব বলেন, প্রতিবাদ করে আর লাভ হবে না। কারণ, বর্তমান সরকারের লজ্জাশরম কিছুই নেই। এখন প্রতিশোধ নিতে হবে, প্রতিরোধ গড়তে হবে। পৃথিবীর কোথাও স্বৈরশাসক আপসে ক্ষমতা ছাড়েনি। এ জন্য দলমত ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এতে অন্যান্যের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।