বিজয়নগরে ১২-দলীয় জোটের গণ-অবস্থান

১২-দলীয় জোটের গণ-অবস্থান কর্মসূচি
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্কির উত্তর পাশের সড়কে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে ১২-দলীয় জোট। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়।

যুগপৎ আন্দোলনে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোয় আজ একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে।

এ ছাড়া সরকারবিরোধী সমমনা জোটগুলো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ও পুরানা পল্টন এলাকায় একই কর্মসূচি পালন করছে।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে গত ৯ ডিসেম্বর ২০-দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দেয় বিএনপি।

কোনো না কোনোভাবে ২০-দলীয় জোটে ছিল—এমন ১২টি দল মিলে গত ২২ ডিসেম্বর ১২-দলীয় জোট আত্মপ্রকাশ করে।

১২ দলীয় জোটে রয়েছে—মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বাংলাদেশ এলডিপি, জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।

আজ দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, বিজয়নগর পানির ট্যাঙ্কির উত্তর পাশের সড়কের এক পাশে অবস্থান নিয়েছেন ১২–দলীয় জোটের নেতা-কর্মীরা।

জোটের কেন্দ্রীয় নেতারা ফুটপাতে চেয়ার পেতে বসেছেন। বাকি নেতা-কর্মীরা বসেছেন সড়কে। সড়কে বসার জন্য ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া জোটের নেতারা বক্তব্য দিচ্ছেন।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রথম আলোকে জানিয়েছেন, ১২-দলীয় জোট আড়াই ঘণ্টা এই কর্মসূচি পালন করবে।

১২-দলীয় জোটের এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজয়নগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।