পুলিশকে জনগণের বিপক্ষে অবস্থান না নেওয়ার আহ্বান আমীর খসরুর

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে
ছবি: খালেদ সরকার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের একটি অংশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার জন্য অসাংবিধানিক কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ ও প্রশাসনের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, ‘জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। নিলে এটি আপনাদের জন্যও ভালো হবে না, দেশের জন্যও ভালো হবে না।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সমাবেশে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ পদযাত্রা কর্মসূচি নিয়েছিল।

পদযাত্রার আগে সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে, তারা এখন জনগণের ওপর নির্ভরশীল নয়। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার এবং সরকারি কর্মকর্তাদের একাংশের ওপর নির্ভরশীল।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির বর্তমান আন্দোলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যও। দেশে গণতন্ত্র ফিরে এলে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সরকারি কর্মকর্তারা যাঁরা আছেন, তাঁরাও সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবেন। কেউ বলবে না ওকে গুম করে দাও, ওর বিরুদ্ধে মিথ্যা মামলা দাও।’

বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া যুবকদের কাছে আমীর খসরু মাহমুদ জানতে চান যে যুবকেরা ভোট দিতে পেরেছেন কি না। উত্তর ‘না’ আসার পর তিনি বর্তমান সরকারের উদ্দেশে বলেন, ‘যারা ভোট দিতে পারে নাই, তারা কি বসে বসে আঙুল চুষবে? তারা রাস্তায় নামবে। নামলে খবর আছে।’

এই পদযাত্রার আগে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘একসময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু এখন তিনি তত্ত্বাবধায়ক সরকার চান না। কারণ, ভোট ডাকাতি, ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, বর্তমান সরকারের দুর্নীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। লোডশেডিং এর প্রমাণ। সরকার ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি বিচার বিভাগকেও ধ্বংস করেছে।

পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ নেতা-কর্মীরা অংশ নেন।

পদযাত্রার কারণে মহাখালী বাসস্ট্যান্ডের সামনের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পদযাত্রাটি মহাখালীতে শুরু হয়ে হাতিরঝিলের কাছে এসে শেষ হয়।