ঢাকায় আজ বিকেলে বিএনপিসহ বিরোধীদের বিক্ষোভ সমাবেশ

বিএনপির দলীয় পতাকা
ফাইল ছবি

১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ‘এক দফা’ দাবিতে এবং নেতা-কর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ হবে। বিএনপি ছাড়াও সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা তিনটায় নয়াপল্টনে সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এ ছাড়া ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল চারটায় পল্টন মোড়ে, ‘১২–দলীয় জোট’ বিজয়নগর পানির ট্যাংকের সামনে, ‘জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।

এর বাইরে অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বেলা তিনটায় এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো দিকে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) পল্টন মোড়ে, এনডিএম মালিবাগ মোড়ে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে।