অধিকার সচেতন হওয়ার আহ্বান এবি পার্টির

নিজেদের অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। আজ শুক্রবার বাংলা নববর্ষ উদ্‌যাপন ও গণ-ইফতারি বিতরণ কর্মসূচিতে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। রাজধানীর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় ৭১ চত্বরে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব বি এম নাজমুল হক। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পয়লা বৈশাখে যেমন ব্যবসায়িক হিসাব হালনাগাদ করে শেষ করা হয়, তেমনি আগামী জাতীয় নির্বাচনে আমাদের দেনা-পাওনার হালখাতা ধরে এই সরকার থেকে হিসাব নেওয়া হবে।’

এবি পার্টি আয়োজিত বাংলা নববর্ষ উদ্‌যাপন ও গণ-ইফতারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তিনি বলেন, ‘এবি পার্টি বাংলাদেশে একমাত্র দল, যারা গণমানুষের জন্য মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করেছে, যা অন্য কোনো দল করেনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তেও তারা দেশের শত শত হতদরিদ্র অভাবী মানুষকে ভুলে যায়নি।’

অনুষ্ঠানে এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে রাস্তা করতে এত বেশি টাকা লাগে কেন? পার্শ্ববর্তী দেশে আমাদের চেয়ে কম টাকায় উন্নতমানের রাস্তা নির্মাণ করা হয়। কেন চিকিৎসাসেবার নামে হাসপাতালগুলোতে ডাকাতি হয়? এসব নিয়ে প্রশ্ন তুলতে হবে। নিজেদের অধিকার সচেতন হতে হবে।’
এ আয়োজনের সঞ্চালনা করেন এবি পার্টির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন।