২৮ অক্টোবরের সমাবেশে বাধা সরকারের জন্য বুমেরাং হবে: এবি পার্টি

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি কমিটির সভায় পার্টির নেতারা বক্তব্য দেন। রাজধানীর বিজয়নগর
ছবি: সংগৃহীত

অতীতের মতো সরকার আবারও বিরোধী দলগুলোর কর্মসূচি বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি বলছে, ২৮ অক্টোবরের সমাবেশে বাধা দিলে তা সরকারের জন্য বুমেরাং হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি কমিটির সভায় পার্টির নেতারা এসব কথা বলেন।

২৮ অক্টোবর রাজধানীর বিজয়নগর এলাকায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র সমাবেশ করবে এবি পার্টি। এ লক্ষ্যে আজকের এ সভার আয়োজন করা হয়।

সভায় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান অভিযোগ করেন, গ্রেপ্তার, হুমকি, ধমকি এবং পথে পথে বাধা সৃষ্টি করে ঢাকামুখী মানুষের স্রোত রুখে দেওয়ার জন্য তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) নোংরা খেলায় মেতে ওঠার ইঙ্গিত দিচ্ছে। তবে সব বাধাবিপত্তি ডিঙিয়ে ২৮ অক্টোবরের সমাবেশগুলো গণতন্ত্রকামী জনগণ সফল করবে বলেও মনে করেন তিনি।

মজিবুর রহমান আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ জোটের ‘মহাসমাবেশ’ কর্মসূচির পাশাপাশি এবি পার্টির ‘গণতন্ত্র সমাবেশ’ নিয়েও জনমনে ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ করা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাতের আঁধারে ভোট ছিনতাই করে সরকারি দল ১৫ বছর ধরে এ দেশকে অবৈধভাবে শাসন-শোষণ করে জনবিচ্ছিন্নতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ, অর্থনৈতিক সংকট এবং জনবিচ্ছিন্নতা এই সরকারের পতনকে অনিবার্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, বি এম নাজমুল হক, আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আবদুল বাসেত প্রমুখ।