তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দীন অপু খালাস

নুরুদ্দীন অপু
ফাইল ছবি

ছয় বছর আগে মতিঝিল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুরুদ্দীন অপু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)।

ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম আজ মঙ্গলবার এ আদেশ দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুরুদ্দীন অপু। এ মামলায় দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের আদালতে হাজির করা হয়নি।

মিয়া নুরুদ্দীন অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন সাক্ষীদের হাজির করছে না রাষ্ট্রপক্ষ। এ জন্য মামলা থেকে খালাস চেয়ে আবেদন করা হয়। আদালত মিয়া নুরুদ্দীন অপুকে খালাস দিয়েছেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৯ সালের ৫ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে মিয়া নুরুদ্দীন অপুকে গ্রেপ্তার করে র‍্যাব-১। তিনি শরীয়তপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৬ আগস্ট তিনি জামিনে মুক্ত হন।

আরও পড়ুন