জেসমিনকে হত্যা করা হয়েছে, এখন র্যাব অস্বীকার করছে: মির্জা ফখরুল
র্যাবের হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আবারও বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনকে অত্যাচার-নির্যাতন করে হত্যার যে ঘটনা ঘটেছে, এখন র্যাব তা অস্বীকার করছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, র্যাবকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও যখন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তখন তারা আবার প্রশ্রয় পেয়েছে। একটার পর একটা হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে তারা। তিনি বলেন, এই সরকার যারা জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এ ঘটনাগুলো ঘটেছে।
এর আগে গতকাল সোমবার দলীয় এক অনুষ্ঠানে তিনি র্যাবের হেফাজতে এ ঘটনার সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন।
মঙ্গলবার মির্জা ফখরুল বলেন, ‘প্রায় এক যুগের ওপরে এ দেশের মানুষকে গুম-হত্যা-খুন-নির্যাতনের মাধ্যমে দমন করে রেখে একদলীয় শাসন, অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। এই যে একটা দানবীয় শাসন আমাদের ওপরে চেপে বসেছে, একে অবিলম্বে সরাতে হবে।’
বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন শুরুর কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তারেক রহমান আবার আমাদের মধ্যে ফিরে এসে নেতৃত্ব দেবেন, দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে সক্ষম হব।’
লন্ডন থেকে অনলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা সভায় বক্তব্য দেন। কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য দেন।