গাজায় গণহত্যা বন্ধে মানবতাবাদীদের সোচ্চার হওয়ার আহ্বান এবি পার্টির

এবি পার্টির গণনিন্দা ও গণ–ইফতার কর্মসূচিতে বক্তব্য দেন এবি পার্টির নেতারা। ঢাকা, ২৪ মার্চছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় নির্বিচার নারী ও শিশু হত্যা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। সেখানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বের সব মানবতাবাদীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা।

আজ রোববার বিকেলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে এবি পার্টি আয়োজিত গণনিন্দা ও প্রতিবাদী গণ–ইফতারে দলটির নেতারা এ আহ্বান জানান। রাজধানীর বিজয়নগরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নায়েবে আমির আবদুর রব ইউসুফী বলেন, প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে গাজার লোকেরা শহীদ হচ্ছেন। তাঁদের ত্রাণশিবিরগুলোতে পর্যন্ত হামলা চালানো হচ্ছে। অথচ গোটা পৃথিবীর বিবেক হিসেবে যারা দাবি করে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

গাজায় মানবিক বিপর্যয় চলছে বলে উল্লেখ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। ফিলিস্তিনে নির্বিচার গণহত্যা বন্ধে কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসিক মঈনুল ইসলামের সম্পাদক ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুনির আহমদ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম প্রমুখ।