নির্বাচনের জন্য মুদ্রণকাজে তিন থেকে চার মাস সময় লাগবে: ইসি সচিব

বৈঠক সম্পর্ক সাংবাদিকদের ব্রিফ করছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঢাকা, ১৫ এপ্রিলছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা ধরনের মুদ্রণকাজে কী পরিমাণ কাগজ লাগবে, সম্ভাব্য ব্যয় এবং কেনাকাটা ও মুদ্রণের জন্য প্রয়োজনীয় সময় নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এ কাজে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইসির কর্মকর্তারা।

বৈঠক শেষে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে কী পরিমাণ কাগজ লাগবে সে সম্পর্কে ধারণা নেওয়া এবং এ–সংক্রান্ত বাজেট নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া আগের নির্বাচনের কিছু কাগজ বিজি প্রেসে রয়েছে, সেগুলোর মান নষ্ট হয়ে থাকলে ‘ডিসপোজালের’ (নষ্ট করা) ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জানানো হয়, মূলত কাগজ কেনাকাটা থেকে মুদ্রণ পর্যন্ত তিন থেকে চার মাস সময় লাগে।

ইসি সচিব বলেন, আগামী নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত তাঁরা জানেন না। তবে নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক প্রস্তুতি লাগবে, প্রস্তুতি থাকতে হবে। প্রস্তুতি না থাকলে ‘গ্যাপের মধ্যে’ পড়ে যেতে হবে। কাগজের পরিমাণ কতটুকু ও কত দিন সময় লাগতে পারে, সে বিষয়ে নিজেদের প্রস্তুতি রাখার জন্য এ আলোচনা করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, নির্বাচন পরিচালনা ম্যানুয়াল, প্রশিক্ষণ ম্যানুয়াল, নির্দেশিকাসহ অনেক কিছু মুদ্রণ করতে হয়। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র এবং প্রতীক বরাদ্দ হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক নিয়ে ব্যালট পেপার ছাপানো হয়।