‘আমরা আর মামুরা স্টাইলে’ নির্বাচনের চেষ্টা করছে: রিজভী

কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল করেছে মৎস্যজীবী দল। ৩ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মধ্যে দেশপ্রেম নেই। দেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা (মামা) স্টাইলে’ নির্বাচন করতে চেষ্টা করছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

আজ রোববার সকালে নবম দফা অবরোধের প্রথম দিনে মৎস্যজীবী দলের আয়োজনে কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে রিজভী এসব কথা বলেন। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল এক মাসের বেশি সময় ধরে অবরোধ ও হরতাল পালন করছে।

রিজভীর সঙ্গে মিছিলে আরও যোগ দেন বিএনপির সহ–যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী প্রমুখ।

আজ ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেছেন। বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল সাতটায় শাহবাগ থেকে পরীবাগ পর্যন্ত মিছিল হয়।

এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন হল কমিটির নেতারা অংশ নেন। রামপুরা থেকে বাড্ডা অভিমুখী সড়কে সকালে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে ফকিরাপুল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মিছিল করেন। এ ছাড়া মহাখালীতে বনানী থানা বিএনপিও মিছিল কর্মসূচি পালন করে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।