ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে: এবি পার্টি

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মিছিল ও সমাবেশ করে এবি পার্টি
ছবি: সংগৃহীত

‘অবৈধভাবে’ ক্ষমতা আঁকড়ে থাকতে সরকার অতীতের মতো আবারও বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান।

আজ শনিবার সরকারের পদত্যাগ, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, রাষ্ট্র মেরামতের রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের এক দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশে মজিবুর রহমান এ অভিযোগ করেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, আজ সকালে বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমান বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-উপদেষ্টারা এখন নানা দেশের সরকারপ্রধানদের কাছে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। দেশের জনগণের কাছে তাঁদের কোনো দায়বদ্ধতা নেই। আমেরিকা, রাশিয়া, চীন ও ভারতের চতুর্মুখী দ্বন্দ্বে সরকার সুবিধা নিতে মরিয়া, যা দেশকে ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

দলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব সমাবেশে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন দলটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্যসচিব ও যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।