হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: আখতার হোসেন

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই চিত্র প্রদর্শনীর’ উদ্বোধনের সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ৩ জুলাই ২০২৫ছবি: প্রথম আলো

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, এনসিপির গাড়িবহরে হামলা করে তাঁদের দমিয়ে রাখা যাবে না। যতই ককটেল বিস্ফোরণের ঘটনা হোক, যতই বোমা বিস্ফোরণ ঘটানো হোক, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব থেকে, জাতীয় নাগরিক পার্টির আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘জুলাই চিত্র প্রদর্শনীর’ উদ্বোধনের সময় এ কথাগুলো বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির ঢাকা দক্ষিণের উদ্যোগে যে তথ্যচিত্র প্রদর্শনী শুরু করার কথা, আমরা অবাক বিস্ময়ে লক্ষ করলাম যে সেই গাড়ির ওপর বুধবার রাতে একদল সন্ত্রাসী ককটেল বিস্ফরণ ঘটিয়েছে। পার্টি অফিসের সামনেও বেশ কয়েকবার ককটেল ফাটিয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব যত বাধা আসুক।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, অভ্যুত্থানের একটি শক্তি হিসেবে যখন জাতীয় নাগরিক পার্টি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হচ্ছে, তখন প্রতিটি পদে পদে বাধা দেওয়ার জন্য গতিপথ রুদ্ধ করার জন্য এসব হামলা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই গণ–অভ্যুত্থানে বিপ্লবীরা অংশগ্রহণ করেছে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বুলেটের সামনে দাঁড়িয়ে। যারা এখনো বিভিন্ন গুপ্ত হামলা চালাচ্ছে, তাদেরকে প্রতিহত করা হবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টি ঢাকা দক্ষিণের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।