ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার, সম্পাদক মাঈন

মেঘমল্লার বসু ও মাঈন আহমেদছবি: সংগৃহীত

বামধারার ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেঘমল্লার বসুকে সভাপতি ও মাঈন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন অর্ণি আনজুম।

‘ইতিহাসের দায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না স্বৈরাচারের ঠাঁই’ স্লোগানে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ৩৫তম সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে কাউন্সিল অধিবেশনে দীর্ঘ আলোচনার পর আজ রোববার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের ২৫ সদস্যের এই নতুন কমিটিতে একটি পদ ফাঁকা রাখা হয়েছে। কমিটিতে সহসভাপতি হয়েছেন আনান, সাদ আহমেদ, কাশফিয়া হাসান, প্রদ্যুৎ সরকার, রুদ্র রায় ও এন্টন চাকমা। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন মধুসূদন কর্মকার, দিগন্ত দাস ও দুর্জয় রায়। নিজাম উদ্দিনকে কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে।

এ ছাড়া নিনাদ খানকে দপ্তর সম্পাদক, আহমেদ জারিফকে শিক্ষা ও গবেষণা সম্পাদক, ক্রানুপ্রু মার্মা লোটাসকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহাবুব খালাসিকে সাংস্কৃতিক সম্পাদক, অং অংকে ক্রীড়া সম্পাদক এবং তানভীরুল ইসলামকে পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই কমিটিতে।

কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদটি ফাঁকা রাখা হয়েছে। কমিটিতে সদস্য হয়েছেন তানহা তানজিন, সাব্বির হোসেন, পৃথিং মারমা, আদনান আজিজ চৌধুরী ও শিমুল কুম্ভকার।