সব বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবার বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করবে বিএনপি।

আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ২৬ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সমাবেশের সিদ্ধান্ত হয়।

সমাবেশ কর্মসূচির মধ্যে আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম মহানগরে, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, ঢাকার সমাবেশগুলোয় জনসম্পৃক্ততা অনেক বেড়েছে। আমরা জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে চাই। প্রচণ্ড গণ-আন্দোলন সৃষ্টি করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই।’

সমাবেশ কর্মসূচিগুলোয় সরকারদলীয় নেতা-কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, আক্রমণ তো হচ্ছে। আক্রমণ করতে চাইলে তারা করবে, জনগণই এটা প্রতিহত করবে।