বিজয়নগরে তফসিলের বিরুদ্ধে বিরোধীদের স্লোগান, অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের

বিজয়নগর পানির ট্যাংক মোড়ে আওয়ামী লীগ এবং নাইটিঙ্গেল মোড় এলাকায় গণ অধিকার পরিষদের মিছিল
ছবি: প্রথম আলো

তফসিল ঘোষণা ও অবরোধকে কেন্দ্র করে রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় এলাকায় স্লোগান ও পাল্টা স্লোগানে খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী দল, সংগঠন ও জোটের নেতা-কর্মীরা একদিকে মাঠে রয়েছেন; অন্যদিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরাও মাঠে রয়েছেন। বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুরানা পল্টন, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় এলাকায় এমন চিত্র দেখা যায়।

নাইটিঙ্গেল মোড়ে গণ অধিকার পরিষদের মিছিল।
ছবি: প্রথম আলো

নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এর ফলে অবরোধের পাশাপাশি তফসিলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিরোধী দলের নেতা–কর্মীরা।

নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে স্লোগান দিতে শোনা যায়, ‘অবৈধ তফসিল মানি না মানব না’। এ ছাড়া তফসিলের বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য নিয়ে মাঠে থাকতে দেখা গেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা–কর্মীদের।

অন্যদিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরাও বিজয়নগর পানির ট্যাংক ও পুরানা পল্টন এলাকায় মিছিল করছেন। তাঁদের স্লোগান দিতে শোনা যায়, ‘অবৈধ অবরোধ মানি না মানব না’।

এ ছাড়া বিজয়নগর পানির ট্যাংক এলাকায় চার গাড়ি বিজিবি সদস্য সতর্ক অবস্থায় রয়েছেন।