তিন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
ঢাকায় নিযুক্ত সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ রোববার সকালে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিনজন সদস্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে ওই বৈঠক করেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ সকালে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠক হয়। এতে সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকসে, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও কায়সার কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।