নির্বাচনী প্রার্থী হিসেবে হিজড়াকে মনোনয়ন

লিবারেল ইসলামিক জোটের সংবাদ সম্মেলন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন থেকে একজন হিজড়াকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোট। তাঁর নাম উর্মি। তিনি বিএসপির কেন্দ্রীয় সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন নিবন্ধিত দল বিএসপির নেতৃত্বাধীন ছয় দলের লিবারেল ইসলামিক জোট ১২১ আসনে উর্মিসহ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।

আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে লিবারেল ইসলামিক জোটের দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘উর্মি তৃতীয় লিঙ্গের। আমরা মনে করেছি, যাঁরা তৃতীয় লিঙ্গের, তাঁরা অবহেলিত। তাঁদের কেউ মূল্যায়ন করে না। সেটি বিবেচনায় নিয়ে তাঁকে আমরা মনোনয়ন দিয়েছি।’ উর্মির বাড়ি গাজীপুর সদর উপজেলার পুবাইলে বড়াইবাড়ী এলাকায়।

লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, বাকি ৭৯ আসনে প্রার্থীদের মনোনয়ন বাছাই করে আগামীকাল বুধবার গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ জোট মোট ২০০ আসনে প্রার্থী দেবে। তিনি এবার ঢাকা-১৪ ও চট্টগ্রাম-২ আসনে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়, বিএসপি তার একটি। দলটির নির্বাচনী প্রতীক একতারা। এ প্রতীকে দলটির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করবেন।

ইসলামিক এ জোটের অন্তর্ভুক্ত অন্য পাঁচটি দল হলো ইসলামিক ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি।