ইসির নিবন্ধন পেল এবি পার্টি
রাজনৈতিক দল হিসেবে অবশেষে নিবন্ধন পেল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বুধবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৫। দীর্ঘদিন ধরে দলটি নিবন্ধন পাওয়ার চেষ্টা করে আসছে।
রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে অবিলম্বে নিবন্ধন দিতে গত সোমবার নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের আদেশের দুই দিনের মধ্যে দলটিকে নিবন্ধন দেওয়া হলো।
আজ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের নম্বর ১০৯১৭/২০২৩ প্রেক্ষিতে গত সোমবারের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে “দি রিপ্রেজেন্টেশন অব দি পিপলস অর্ডার ১৯৭২”–এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন নম্বর-০৫০ ও তাদের জন্য বরাদ্দকৃত প্রতীক “ঈগল”। আজ নির্বাচন কমিশনের এক পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’