এলডিপি এককভাবে নির্বাচন করবে: অলি আহমদ

মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।