কার চিঠিতে কাকে আমন্ত্রণ জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) নেতাদের আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে (সিপিবি)।

চিঠির শুরুতে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে সম্বোধন করা হলেও ভেতরে বলা হয়েছে বিএমএলের নেতাদের সঙ্গে আলোচনার কথা। ওই চিঠিতে সই করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

গত বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপ বর্জন করেছিল নয়টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে ২৩ মার্চ বিএনপিকে অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। বাকি আটটি দলকে চিঠি পাঠানো হয় গতকাল বৃহস্পতিবার। এই আট দলের দুটি হলো সিপিবি ও বিএমএল।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাত আটটায় তিনি ইসির চিঠি পেয়েছেন। কিন্তু চিঠি পেয়ে তিনি বুঝতে পারছেন না, আমন্ত্রণ কি সিপিবিকে জানানো হয়েছে, নাকি মুসলিম লীগকে জানানো হয়েছে।’ তিনি বলেন, নির্বাচন কমিশন যে রাজনৈতিক দলগুলোকে গুরুত্বহীন মনে করে, এটাই তার প্রমাণ। সুতরাং তাদের চিঠির জবাব দেওয়াটাও অপ্রয়োজনীয়।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের উদ্দেশে লেখা চিঠিতে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে সংলাপ আয়োজন করা হয়েছিল, আপনার দলসহ কয়েকটি দল সেই সংলাপে অংশগ্রহণ করে নাই। তবে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর নেতৃবৃন্দের সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময় হতে পারে। বর্ণিত কারনাধিনে আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে আপনার দলের অন্যান্য নেতৃবৃন্দসহ নির্বাচন কমিশনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম প্রথম আলোকে বলেন, ‘হয়তো চিঠি প্রিন্টে কোনো ভুল হয়েছে। এ রকম হয়ে থাকলে তা সংশোধন করে আবার চিঠি দেওয়া হবে।’