এনসিপি নেত্রীর লাশ: যা বলছেন পুলিশ–স্বজন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানা কমিটির যুগ্ম সম্বয়ক ছিলেন জান্নাতারা রুমী

রাজধানীর জিগাতলার হোস্টেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ এটিকে বিষণ্নতাজনিত আত্মহত্যা বললেও এনসিপি 'খুন' আখ্যা দিয়েছে। তাদের দাবি, ধানমন্ডি ৩২ নম্বরে এক নারীকে পেটানোর পর জান্নাতারা অনলাইনে হুমকি পাচ্ছিলেন। তাঁর কক্ষে বিষণ্নতার ট্যাবলেট ও গলায় দাগ থাকলেও অন্য আঘাত মেলেনি।